সত্য যদি অমৃত হয় মিথ্যা তবে কী
ভালোবেসে বুঝতে চাইলে বিদ্যা ছাড়া উপায় আছে কী
ভালোবেসে যোগনিদ্রারূপে দেবী থাকেন বুদ্ধিতে
আবার তিনি রুষ্ট হলে বুদ্ধি যায় গুলিয়ে
ভালোবেসে বিদ্যা হলে সংসারের নাশ হয়
এ কথা কী কেউ মানতে চায়
আবার অবিদ্যারূপে সংসার হয়
এ কথাও মন ভালোবেসে ভাবতে রাজি নয়
ধর্ম মানুষকে শেখায় স্বধৰ্ম পালন
সংকীর্ণ মন না বিস্তৃত ভাবনা দুই পাবে ভালোবেসে করে যাও অধ্যায়ন
ভালোবেসে যুক্তি দিয়ে আবেগকে ধরে রাখতে পারো যদি
সেখানে পাবে তুমি জ্ঞানের উপস্থিতি
জ্ঞানকে ভালোবেসে হৃদয়ের গভীরে যে অনুভূতি জাগে
তা যথাযথ প্রকাশ করা সহজ কথা নহে
জ্ঞানকে ভালোবেসে কার মনে কী ঘটছে তার খবর কে রাখে
ও যে ভালোবাসা ছাড়া কিছু না বোঝে
শিক্ষা যে বহু জন্মের সাধনার ব্যাপার
বিদ্যাকে ভালোবেসে করো তুমি তা পাবার অঙ্গীকার
জ্ঞানকে ভালোবাসার উদ্যোগ প্রান্তেই রয়ে যাবে
না-কী স্পর্শ করতে পারবে সেই অবুঝ মনকে
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা