আমার শখ হয়েছে কবিতা লেখার
এখন দেখি আমিই জন্ম দেই অনেক লেখকের কবিতার
আমি নিজে কবিতা লিখতে না পারি
অন্যের কবিতা লেখার বিষয় হয়ে থাকায় দোষ আছে কী?
কারো কবিতা হওয়াতে আমার স্বাধীনতা দিই যদি তাকে
সেই স্বাধীনতাও কী আমি পাবো না তোমার কাছে
তোমাকে ভালোবেসে সব হারিয়েছি আমি
আমার স্বাধীনতা সেও যে তোমারই
তুমি যদি ঘৃণায় মুখ ফিরিয়ে নাও
তবে যাওয়ার আগে আমার গতি তুমি বলে দিয়ে যাও।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা