সকলি ঈশ্বরের মায়া না আছে সংশয়
ভালোবেসে যাদের আপন ভাবি তারা তো আপন নয়
জ্ঞানকে ভাল না বেসে 'আমার আমার ' করি ভ্রম যে কাটে না
এই আমার দেহের মায়া কেন ছাড়তে পারি না
জ্ঞানকে ভালোবেসে ঈশ্বর নাম যে না করে স্মরণ
তাহার জিহ্বা ভেকের সম গণন
ভালোবেসে জ্ঞান পদে মতি যার নাহি হয়
বল দেখি সেই মস্তকে কিবা ফল হয়
জ্ঞানকে ভালোবেসে যে হাত ঈশ্বরে অর্পণ নাহি হয়
কাঞ্চন-কঙ্কন ধরি সে হাত অপবিত্র রয়
জ্ঞানকে ভালোবেসে যে নয়নে ঈশ্বর নাহি হয় দর্শন
সে নয়ন ধরি বল কিবা প্রয়োজন
জ্ঞানকে ভালোবেসে যদি মতি-গতি হয় ঈশ্বর প্রতি
ধন্য তিনি ধন্য তার মন প্রাণ তখনি
জ্ঞানকে ভালোবেসে অজ্ঞান-আঁধার নাশ যাহাতে হবে
অনুগ্রহ করে সেই সব কথা বল আমারে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা