বাক্-শল্য হৃদয় থেকে উদ্ভুত হয় বলে
তাকে বহিস্কার করিতে ভালোবেসে জ্ঞান অস্ত্র লাগে
মূঢ় নর ভালোবেসে অজ্ঞানের বশ হয়
যেমন বায়ুকে মুষ্টিমধ্যে আবদ্ধ করিতে চায়
আমি ধর্মজ্ঞ বলে ভালোবেসে যে অভিমান করে
আসলে তিনি মূর্খ নামে নিজের পরিচয় চাহে
পাঠে সন্তুষ্ট হইয়া ভালোবেসে নিজেকে পন্ডিত মনে করে যে
তার জ্ঞান অর্জনে সফলতা আসে না কোনোকালে
ভালোবেসে শাস্ত্র পাঠে যদি জ্ঞান অর্জন হত
তবে বালক মাতৃক্রোড়ে থাকিয়াই চন্দ্রকে ধরিতে পারিতো।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা