ভালোবেসে তুমি যখন ছিলে কাছে
চিনতে পারিনি আমি তোমার মুগ্ধরূপ দেখে
যখন তুমি ছেড়ে গেলে ভালোবাসা ভুলে
তখন বুঝলাম তোমার ভালোবাসার মূল্য দিতে পারিনি যে
অজ্ঞানকে ভালোবাসা দিলে বোঝে না সে তার মূল্য
আমাকেও জ্ঞানহীন করে তুমি পেলে আনন্দ
তোমার ভালোবাসার কাঙাল হয়ে কাটাই দিন রাত
আর তুমি সুখী হও আমায় করে আঘাত
কত কাছে থাকো তুমি বুঝতে পারি না আমি
দূরে গেলে তবেই অনুভব করাও কী ছিল তোমার রূপখানি।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা