প্রেম মানুষকে ক্ষমা করতে শেখায়
আর ভুলকে ক্ষমা করতে ভালোবাসা শিখতে হয়
প্রেম যদি ভেতরে থাকে
ভালোবেসে তা প্রকাশ পাবে
আর যারা ভালোবাসার অভিনয় করে
তারা ঢঙের বেলায় যাত্রা দলের সখীদেরও হার মানাতে পারে
জ্ঞানকে ভাল না বেসে অবহেলায় অনাদরে কাটে যদি সময়
দুধ আর জলের তফাৎ বুঝা তবে দায়
ভালোবেসে রানী হওয়া হল না আমার
ভাগ্যে যে লেখা আছে ভিখারি হবার
এক ভুল রোজ করে মনে কিছু হয় না
কারণ জ্ঞানকে ভালোবাসার কথা স্মরণে যে আসে না
প্রেমের ওজন বেশি না ভালোবাসার ভার বেশি
মাপতে গিয়ে বলতে পার কোন পাল্লায় ধরি
ভালোবাসা দিয়ে হৃদয় ভরিয়ে দিয়েছো
আর শুধু তোমার ভাবনা টুকু রেখে গেছ


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা