সকল সৎকর্ম অনুশীলনের দ্বারা নিজেকে বর্ধিত কর
যার কর্মসামর্থ্য অনুযায়ী ভালোবেসে হোক তা বিকশিত
বিশ্বব্যাপক যে জ্ঞান সকল জগৎ ব্যেপে আছেন
তিনিই ভালোবেসে অতীত, অনাগত ও বর্তমান ত্রিকালের মাহাত্ম্য ধারণ করেন
জ্ঞানের রশ্মিকণাযুক্ত প্রভুত্বে জগৎ অবস্থিত
এবং ভালোবেসে স্বতেজে এ পৃথিবী করে আলো
জ্ঞানকে ভালোবেসে যিনি অণু পরমাণু করেছেন সৃষ্টি
তার মহিমা কী নিত্য প্রত্যক্ষ করছি
ব্যাধ যেমন ভালোবেসে গহন বনে জাল বিস্তার করেন মৃগ বন্ধনের জন্য
সেরূপ তুমিও অজ্ঞান অন্ধকার বিনাশের জন্য জ্ঞানরশ্মি বিস্তার কর।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা