জ্ঞানকে ভাল না বেসে কারাগারে বন্দী যে সংবাদ
ভালোবেসে তার কথা শুনলে রইবে না বিবাদ
লৌহ কপাটের অন্তরালে আছে কত অজানা কাহিনী
সেই কথা ভালোবেসে কখনও শুনতে চাইনি
মানবাধিকার নিয়ে ভালোবেসে যতই সোচ্চার হই
নিজ কারাগারে বন্দী যে তার কথা শুনতে আগ্রহী নই
দুঃখ দেখে ভুলে থাকি
সুখ পেলে ভালোবেসে আঁকড়ে ধরি
বন্দিজনের কথা ভাল না বেসে বন্দি থাকে চিরকাল
তিন দেওয়াল এক কপাটে তার দুঃখ ঘুরতে থাকাই চল
আপন সুখ আপন ভোগ আপন আপন করে মরি
আপনি আপনার সংবাদ ভালোবেসে রাখতে না জানি
শান্তি ভঙ্গের ভয়ে ভ্রান্ত খবরে ব্যস্ত থাকি সারাদিন
নিজেকে ভালোবেসে আড়াল করেই সুখ পেতে চাই প্রতিদিন।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা