জ্ঞানের প্রকৃত মূলতত্ত্ব জানিতে
ভালোবেসে প্রকৃত জ্ঞানী পুরুষ অন্বেষণ করিবে
ভালোবেসে দুর্লভ ও অদ্ভুত মনুষ্যদেহ ধারণ করিয়া
ভীষণ সংসার পারাবার পার হইবে জ্ঞানতরী লইয়া
সংসার সাগর হইতে নিস্তার পাইতে যদি চাও
ভালোবেসে একমাত্র জ্ঞানই সক্ষম মনে গেঁথে নাও
ভালোবেসে জ্ঞানকে পরিজ্ঞাত হইয়া
তার কৃপায় ঘোর সংসার হইতে উত্তীর্ণ হইবা
সংসার সাগর হইতে নিস্তার পেতে গেলে
ভালোবেসে জ্ঞানের আশ্রয়ই একমাত্র মুক্তি দিতে পারে।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা