ঘরে ঘরে নারী নির্যাতনের কথা শুনতে পাই
পুরুষ নির্যাতন কয় ঘর অন্তর তার খবর নাই
কত পুরুষের জীবন অবহেলা অনাদরে কাটে
এই সংসারে তার খবর খুব কম জনই রাখে
সুস্থভাবে বেঁচে থাকার অধিকার পুরুষ যদি হারিয়ে ফেলে
এই সংসার রক্ষার দায়িত্ব তবে কে নেবে
যে ঘরে পুরুষ অত্যাচারের শিকার হয়
তার খবর আসে না কিন্তু খবরের পাতায়
শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তার দিন কাটে
সমবেদনা জানাবে এমন মানুষ পাই না খুঁজে
মেরুদন্ডহীন বা কম জোরের মেরুদন্ড নিয়ে জন্মেছে যারা এই সংসারে
তাদের ব্যথা ভরা জীবন কেটে যায় নীরবে নিভৃতে
শারীরিক মানসিক নির্যাতনের শিকারে
সেই সকল পুরুষ ধিকি ধিকি জ্বলে
নিরীহ কত পুরুষের প্রাণ
চোখের অগোচরে দিয়ে চলেছে বলিদান
নিজের মনের কথাটুকু বলতে না পেরে
অন্তরের আগুন পুড়িয়ে মারছে প্রতিক্ষনে
কত রকমের অধিকার নিয়ে কথা হয় সমাজে
কিন্তু সেই পুরুষের অধিকার কে এনে দিবে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা