প্রকৃত শিক্ষার মান যদি হয় নিম্নগামী
ভালোবেসে খুঁজে পায় না তার অর্থ সেই ব্যক্তি
আত্মজিজ্ঞাসা দ্বারা জ্ঞানকে খুঁজে পেতে
বিভিন্ন আঙ্গিকে নিজেকে প্রশ্ন কর থেকে থেকে
আবার আত্মজিজ্ঞাসায় ভালোবেসে আত্মবিশ্লেষণ না হলে
জ্ঞানের প্রকৃতরূপ ফুটে না উঠে
ভালোবেসে জ্ঞানের ভারসাম্য রক্ষা করিতে না পারিলে
মানবসভ্যতা বিপদে পরিবে যুগে যুগে
বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সমন্বয়ের রাস্তা
একমাত্র জ্ঞানই খুলে দিতে পারে বন্ধ সেই দরজা।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা