লেখাপড়া কেন করবো বিদ্যাশিক্ষা কেন অর্জন করবো
ভালোবেসে নিজেকে এবং অন্যের হৃদয়ে এই প্রশ্ন জাগিয়ে তোল
সত্যিকারের হীরা ভালোবেসে লণ্ঠনের আলোতেই জ্বলজ্বল করে ওঠে
আর চোখ ধাঁধানো অধিক আলোতে তার চাহিদা বাড়ে
ফুটেছে যে ফুল সে ফুলগুলো ভাল না বেসে তুমি ছিঁড়ে ফেলতে পারো
কিন্তু ভালোবেসে ঈশ্বর দেওয়া ঋতুর বদল আটকাতে না পারো
অহংকার আর জ্ঞানের গরিমা যদি দূরে রাখতে পারো
তবে ভালোবেসে জ্ঞান তোমায় পিছু ছাড়বে না জেনো
জীবের হৃদয়পুর থেকে যদি গভীর দীর্ঘশ্বাস উঠে আসে
তবে জ্ঞানকে ভালোবেসে তার মোকাবিলা করতে হবে।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা