জ্ঞানকে ভাল না বেসে আহার বিহার করে দিন কাটায় যেই জন
বৃক্ষের সহিত তার কিবা ভেদ আছে ভেবে দেখ মন
পশুপক্ষী সবে আহার বিহার করে, বৃক্ষও তো বহুদিন বাঁচে
জ্ঞানকে ভাল না বাসলে তাহার সহিত ভেদ কী কিছু আছে
জ্ঞানহীন জীবনে কী ফল পাবে তুমি
ভালোবেসে ঈশ্বর, আল্লাহ, গড যার যেই নাম সেই নামে হবে সুখী
সংসারে কুক্কুর যেমন উদরের তরে ভ্রমণ করে
তেমনি জ্ঞানকে ভাল না বাসলে জীবের অবস্থাও তদ্রুপ হবে
শুকর যেমন সারবস্তু ত্যাগ করি ভালোবেসে পুরীষে মতি
তেমনি জ্ঞানের সারবস্তু ত্যাজি মূঢ়েরা বিষয়েতে থাকি মজি
উট যেমন তার ভার বহনে মহা কষ্ট পায়
তেমনি জ্ঞানকে ভাল না বেসে বিষয়ে মগ্ন লোক সেইরূপ প্রায়
রজকের গাধা ভালোবেসে বহে কত ভার
নিজ নয় অন্যের কারণে বলে 'আমার আমার '
বিষম বিষয়ের ভার বহি জীব হয় শ্রান্ত
জ্ঞানকে ভাল না বেসে 'আমার আমার' করে সদা ঘুরে ভ্রান্ত।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা