দু ফোটা চোখের জল কত যে দামি
ভালোবেসে তার মূল্য আজও বুঝতে পারিনি
ভালোবেসে যতই তুমি বোঝাও আমাকে
এখনও এ মন স্থির নয় ভালোবাসা পেতে
জ্ঞানকে ভালোবেসে সুখী যারা
প্রেম সাগরে ডুবে মুক্তা আনে তারা
জ্ঞানকে ভাল না বাসলে জীবন হবে তেজপাতা
একটু দমকা হাওয়া নাড়িয়ে দিবে যথা তথা
ওই চাঁদকে আমি ভালোবাসি
পাই না বলে আরও বেশি বাসি
দিগ্ দিগন্তে ছুটে বেড়ানো রশ্মি যেমন
কে বলতে পারে ভালোবাসা কার সনে হবে কখন
জীবন আমার বাঁচে না
তবুও জ্ঞানের প্রতি ভালোবাসা আসে না
বাঁচতে হলে তোমায় চাই
প্রাণ থাকতে যেন ভালোবেসে জ্ঞান পাই
বাঁচার ইচ্ছে করে না
যখন বুঝি আমি জ্ঞানকে ভালোবাসতে পারি না
বাঁচতে গেলে ভালোবাসা লাগে
জ্ঞান ছাড়া বাঁচা না বাঁচা তো সমান কহে
ভালোবাসার আশায় বেঁচে থাকা
জ্ঞান না পেলে জীবন রয়ে যাবে ফাঁকা
যে জ্ঞানকে ভালোবেসেছে
সে যে বাঁচতে শিখেছে
জ্ঞানের প্রতি ভালোবাসা নেই যার
পোড়া কপাল তার
প্রতিটি মুহূর্ত ভালোবেসে যেন তোমাকে পাই
তুমিই জীবন তুমিই মরণ এর বাইরে যেন ভাবতে না চাই
প্রতি মুহূর্তে ভাবি তোমারই কথা
জ্ঞানকে ভালোবাসা ছাড়া জীবন যে বৃথা
ভালোবেসে তুমি আমার না হলে
পাবে না কেউ তোমাকে
আমার হৃদয় যে তোমারই
ভালোবাসা ছাড়া উপায় না দেখি
অভিমানী ঝড় যদি আসে মনে
ভালোবেসে পুনর্বাসন করে দিও হৃদমাঝারে
সংগ্রহ : আদর্শ লিপি , ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা