কে না ভালোবাসে কয়েনের ঝনঝন শব্দ
সাময়িক অর্থের ভারে পায় সে আনন্দ
কাগজের টাকা অর্থমূল্যে বেশি হলেও
কয়েনের ঝনঝনানি শব্দ পাবে না তা যতই ভালোবাসো
যে শিক্ষা মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ ঘটায়
ভালোবেসে সে শিক্ষা কে দিবে আমায়
শিক্ষার উৎস যে বহুধাবিস্তৃত ভালোবেসে পাঠ্যপুস্তকে স্থান হলেও
কর্ম ক্ষেত্রে তার দেখা না পেতেই আমরা অভ্যস্ত
আমি ভালোবেসে যাব সেইখানে
মুক্ত, বহুমুখী, স্বাধীন জ্ঞানচর্চা যেখানে মেলে
জ্ঞানকে ভালোবেসে সত্য ও যুক্তির আলোতে
আমি কী পারি না নিজেকে তুলে ধরতে
পরাধীনতার শৃঙ্খল ছেড়ে ভালোবেসে আমরা স্বাধীন হই
কিন্তু স্বাধীনতার শৃঙ্খল যে আরও শক্ত সে কথা মানি কই
দেহ রক্ষায় শরীর শিক্ষার প্রয়োজনীয়তা আছে
আর মনকে শান্ত করতে ভালোবেসে জ্ঞানশাস্ত্র লাগে
দেহ রক্ষায় ভালোবেসে খেলাধুলার গুরুত্ব অস্বীকার করা না যাবে  
তেমনি পেটে যখন ক্ষুধা লাগে তখন খাবারের গুরুত্ব অধিক থাকে
দেহে যখন অসুখ বাসা বাঁধে
তখন প্রয়োজন হয় ভালোবেসে ঔষধকে কাছে পেতে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা