অবিদ্যা পাপনাশক বিবেক-বৈরাগ্যবলম্বনে
মুক্তিসাধক ভালোবেসে জ্ঞানলাভের জন্য যত্ন করিবে
বৈষ্ণবী মায়া ভালোবেসে অবিবেকী জনগণকে মোহিত করে
সেই জন্য শতবর্ষজীবি বৃদ্ধও নিজ মনে মৃত্যুর বিষয় চিন্তা না করে
দেহপাত হইবে জানিয়া ভালোবেসে অঙ্গীকার করো
আর জীবনের একটি সীমা নির্দেশ করিয়া লও
বাচাল ধর্মধ্বজী ব্যক্তিগণ অজ্ঞজনগণকে
ভালোবেসে ধর্মের ভান দেখাইয়া প্রতারণা করে
কিন্তু নিজেরা ধর্মের সহস্র হস্ত দূরে থাকে জ্ঞান ধর্ম ভাল না বেসে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা