দেখাতে গিয়ে প্রেমের সততা
প্রেমিকার চোখে আজ আমি হয়েছি বোকা
সেই সততা স্ত্রীর কাছে করে নিবেদন
অর্ধাঙ্গিনী আমায় গাধা বলে করে সম্বোধন
সমাজের চোখে আবার সেই সততা দেখাই যখন
বলদ বলেই তারা আমায় ডাকে তখন
প্রেমের অসততাই প্রেমকে করে শক্তিমান
প্রেমিকার কাছে তখন আমি হয়ে যাই বুদ্ধিমান
অসৎ ব্যক্তি স্ত্রীর চোখে হয় পশুরাজ
সিংহ বলে ডাকে তাকে ওহে রাজাধিরাজ
অসৎ ব্যক্তি সমাজের চোখে হয় পূজনীয়
সম্মান দিয়ে তার ইজ্জত বাড়িয়ে তোলে কয়েকগুণ আরও
সৎ আর অসৎ এর খেলায়
এখন আমার কী হবে উপায়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা