জ্ঞানাগ্নির যিনি প্রকাশক ও পূরক
ভালোবেসে সেই পূর্ণ জ্ঞান মানব হৃদয়ে হোক
মহান সর্বতত্ত্বজ্ঞ ত্রিকালদর্শী যে জ্ঞান
মন ও চিত্তবৃত্তি নির্মল হলে তা পরমাত্মায় যুক্ত হন
জ্ঞান এক ও অদ্বিতীয় ভালোবেসে এ তত্ত্ব যে জানে
সেই সৎকর্ম সাধকের মন ও বুদ্ধি সর্বসাক্ষীরূপে থাকে
বাক্যের অধিপতি ভালোবেসে জ্ঞানরূপে থেকে
শোভন হৃদয়রূপ গৃহে প্রবেশ করে
হৃদয়ে নিহিত জ্ঞান ও ভক্তি
ভালোবেসে কর্মরূপে প্রকাশ কর তার শক্তি।
সংগ্রহ :আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা