মা ভালোবেসে ডাকে আমায় মনা সোনা
বাবার ডাকে থাকে না আবার সেই নামের ছোঁয়া
দিদির স্নেহ ভাইয়ের প্রতি অন্য নামে
আবার বোনের আদর দাদার প্রতি ভিন্ন ভাবে
দাদু দিদা ভালোবেসে ডাকে আমায় মানিক রতন
তাদের কাছে আমি যেন সাত রাজার ধন
কাকা কাকিমা ভালোবেসে দেখে আবার ভিন্ন চোখে
মামা মামিমার চোখ যেন ব্যতিক্রম কিছু বলে
মেসো - মাসির কথায় পাই মাতৃত্বের সুর
তাদের ভালোবাসা আমার প্রতি যেন ভরপুর
শিক্ষক শিক্ষিকার চোখে আমি ব্যাক বেঞ্চের ছাত্র
আর বন্ধু বান্ধব কথায় কথায় বলে আমায় উদভ্রান্ত
পিতা-মাতা ভালোবেসে ডাকে যখন পাগল বলে
পাড়া প্রতিবেশী বলে সার্থক নাম হয়েছে
ব্যবসায় বন্ধু-বান্ধব আমায় নিয়ে হাসি ঠাট্টা করে
আর চাকুরী যারা করে তারা আবার একটু বাঁকা চোখে দেখে
পুত্র কন্যা ভালোবেসে ডাকে আমায় বাবা বলে
আর স্ত্রীর মুখে অভ্যস্ত আমি অপদার্থ শুনে
শ্বশুরবাড়ির লোকজন ডাকে আমায় অকর্মার ঢেঁকি
তাই শালা শালির কাছে হাসির পাত্র হয়ে আছি।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা