জ্ঞানকে ভালোবাসে যে
ফলের আশা ত্যাগে কর্ম করে সে
যারা অজ্ঞান তথা অহংকারকে ভালোবাসে
তারা যে ফলের আশায়ই কর্ম করে
দেহ গড়তে কোষ, কোষ রক্ষায় ভিটামিনের গুরুত্ব অপরিসীম
আর ভালোবেসে মনকে গড়তে জ্ঞানের গুরুত্ব তুলনাহীন
যে নিঃশ্বাস এক মুহুর্ত দিতে পারে না আশ্বাস
তাকে ভালোবেসে কী করে আনি সেই বিশ্বাস
ফল আশা ত্যাগে বৃক্ষে যে অদৃশ্য ফল ধরে
সেই ফলই ভালোবেসে জগৎ মাতিয়ে রাখে।


সংগ্রহ : আদর্শ লিপিন, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা