জলকণাসিক্ত সুগন্ধ বায়ু বিমলভাবে মন্দ মন্দ প্রবাহিত হইবে
যদি জ্ঞানকে ভালোবেসে রাখ তোমার হৃদয়ে
পরমবিচার-চতুর বলে জ্ঞানকে আমরা জানি
ভালোবেসে তাহার দর্শন স্পর্শন পাওয়া পরম ভাগ্যের তাও মানি
মূঢ়ব্যক্তিই স্থিরৈশ্বর্য্যপদপ্রদ জ্ঞানকে ভাল না বেসে পরিত্যাগ করে
ক্ষণস্থায়ী সুখ লাভে সচেষ্ট থাকে
কী সকাম, কী নিষ্কাম, সমুদয় যোগিবৃন্দ
ভালোবেসে নিষ্কাম হইয়া থাকে জ্ঞান স্মরণমাত্র।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা