হে শুদ্ধসত্ত্ব তুমি ঘুচিয়ে দাও চিত্তের মলিনতা আছে যত
আর অবিদ্যার অহংকার গ্রাস থেকে রক্ষা কর জ্ঞানভাণ্ডারের রত্ন
করবো না আর অহংকার অন্ধকারের দাসত্ব
জ্ঞানের আলোয় দেখা দিয়ে বুঝাও তোমার কর্তৃত্ব
অন্ধকার কানা গলির আছে যত রাজপথ
জ্ঞানের আলোর ঝর্ণা ধারায় ঘুচে যাক সব বিপদ
মিথ্যে মোহে জীবকে রেখেছো বদ্ধ করে
জ্ঞানাগ্নি জ্বেলে ঘুচিয়ে দাও তার মোহ যত আছে
আমাকে রাখ বদ্ধ আর তুমি থাকো মুক্ত
অজ্ঞান অধমকে ছল করে কী শান্তি খোঁজ
আমিত্বের কারাগারে অবিদ্যার শিকলে বেঁধে রেখেছো আমাকে
হাজত বাসের মেয়াদ ফুরিয়ে এসেছে আলোর মুখে জ্ঞানের গর্জন দেখবো বলে
আলোর ধারায় মুছে যায় যেন অন্তরের কালিমাটুকু
সেই আলোর ধারা বইয়ে দাও প্রয়োজন হয় যতটুকু
দেখা দাও হে প্রভু দেখা দাও হে প্রভু
আলো দাও হে প্রভু আলো দাও হে প্রভু।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা