পরদ্রব্যে যাহাদের অভিলাষ না থাকে
ভালোবেসে নিত্যজ্ঞান তাহারাই অর্জন করে
পথভ্রান্ত শ্রান্ত পথিককে
জ্ঞান ভালোবেসে দিক নির্দেশ করে
ভালোবেসে জ্ঞানকথা শ্রবণ করিলে
বুদ্ধিমান ব্যক্তির প্রবেশ করিতে হয় না অজ্ঞান তিমিরে
কায়মনোবাক্যে সতত হিত করিতে চায় যে মন
জ্ঞানকে ভালোবাসাই তার জন্য উত্তম
ভালোবেসে হয় যদি তোমার জ্ঞান প্রাপ্তি
তার প্রভাবে পাবে তুমি নির্বাণ মুক্তি।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা