কৃষ্ণ নাম নিলে ক্ষতি নেই তাতে
ভালোবেসে সেই নাম লিখে দাও হৃদয়ে
কৃষ্ণ নাম ভালোবেসে মুখে আসে যার
তা কী হৃদয় থেকে নাকি গন্ডদেশের ওপর থেকে হয় বার
বিষ্ণু বলে ডাকি তাকে
ভালোবেসে সে যে বিশ্ব ধরে আছে
ব্রহ্মা আছেন সৃষ্টি নিয়ে
তার ভালোবাসা সৃষ্টিকে ঘিরে
মহাদেব আছেন দেবাদিদেব হয়ে
ভালোবেসে তার চিন্তা দেবতা আর জীবের মঙ্গল নিয়ে
মা দূর্গা আছেন মহেশকে ঘিরে
তার ভালোবাসা যেন জগৎ জুড়ে
মা লক্ষী থাকেন নারায়ণের পাশে
ভালোবেসে অভাব মিটিয়েই তার শান্তি আসে
ব্রহ্মার সঙ্গী হয়ে সরস্বতী থাকেন
কারণ তিনি যে বিদ্যাচর্চা ভালোবাসেন
শ্যামাময়ী মা থাকেন চোখের মণিতে
ভালোবেসে জ্ঞান দৃষ্টি বাড়াতে
গঙ্গা দেবী থাকেন চোখের অশ্রুতে
ভালোবেসে সুখ দুঃখ ধুয়ে দিতে
নারায়ণ থাকেন ভালোবেসে জলের উপর
অনন্ত সাগর যার পদতল
পার্বতী দেবী তার ভালোবাসা দিয়ে
শিবকে রেখেছেন তুষ্ট করে
আছেন যারা আরও দেব দেবী
অধমের ভালোবাসা রইলো সকলের প্রতি
কৃষ্ণনাম বড়োই মধুর
ভালোবাসলেই সে হবে চতুর
নামের মালিক যিনি
ভালোবেসে নাম করতে বলেন তিনি
নামে যে কী মধু আছে
ভালোবেসে দেখো তুমি স্বাদ পাবে নগদে
নামের গৌরব যার সাজে
ভালোবেসে নাম দিয়ে তিনি থাকেন আড়ালে
রাম নামে ভালোবাসা কতই আছে ধরা
অসম্ভব কে সম্ভব করতে তিনি ছাড়া আছেন কেবা
ভালোবেসে তুমি ধরবে কাকে
নাম আছে কিন্তু আকার না পাবে
বৈষ্ণব যে জনা
জ্ঞানকে ভালোবেসে অহংকার করা তার সাজে না
নিরাকারে পাবে তুমি আকারের সন্ধান
জ্ঞানকে ভালোবেসে আহুতি দিতে পারো যদি অজ্ঞান
তোমার তুমি রবে চিরকাল
জ্ঞানকে ভালোবেসে আমি ত্যাগে পাবে সেই ত্রিকাল
মহামায়ারূপে রূপের জাদুকর যিনি
ভালোবেসে ভ্রম তৈরিতে সিদ্ধহস্ত তিনি
মহামায়া যদি সদয় হন কারো প্রতি
তবেই অজ্ঞান দূরে গিয়ে ভালোবেসে জ্ঞান হবে প্রাপ্তি
মহামায়া ভালোবেসে ধরে যত রূপ
ভুবন জানে কী তার স্বরূপ
মহাকাল মহামায়া তুমি
জ্ঞানকে ভালোবেসে তোমার আশ্রয়ে যেন থাকতে পারি
রাম নাম যদি সত্য বলে ভাবো
তবে জ্ঞানকে ভালোবাসতে কেন এত ভাবনা চিন্তা করো
সীতা ছাড়া রাম নাম অপূর্ণ থাকে
কারণ সীতার সতীত্ব অগ্নির মতো সত্য বলে
রামের রাজত্ব জগৎ জোড়া প্রসিদ্ধ
তার রাজত্বে প্রজারা ভালোবেসে থাকেন নিশ্চিন্ত
রাধা ছাড়া কৃষ্ণ নাম যদি কেউ ভাবে
তিনি এখনো ভালোবাসা শিখতে পারেননি রাধার কাছে
হরি তোমায় ছাড়া আমরা বাঁচতে না পারি
জ্ঞানকে  ভালোবাসতে পারিনি তাই মৃত্যুকে আঁকড়ে ধরি
যতক্ষণ শ্বাস ছিল পারিনি হরি বলতে
শেষ বেলায় এসেছি ভালোবাসা ছাড়া বিদায় নিতে
হরি নামের মহিমা
ভালোবেসে জীবন থাকতে সে বুঝে না
শ্যামা মা আমার কত আপন
তাই ভালোবেসে চোখের তারায় তিনি থাকেন সর্বক্ষণ
নদের চাঁদ নদের নিমাই
প্রেম ভালোবাসা তার চাই চাই
ভালোবেসে প্রমান দিয়েছে ওয়াজ করোনি
কিভাবে ভালোবাসতে হয় সময় তার সাক্ষী
শেষ  নবী এসেছিলেন ভালোবাসা দিতে
হিংসা ভুলে দু হাত ভরে তা দিয়ে গেছেন উজাড় করে
যীশু সরলতায় যেন শিশু
ভালোবেসে প্রাণ দিয়ে রয়ে গেলেন সকলের গুরু
বেলালের আজানের ধ্বনি
ভালোবেসে ভালোবাসার আহ্বান বলে শুনি
ত্রিপিটক দিয়ে গেছেন বুদ্ধ
যা ভালোবাসায় ভরা অহিংসা পরম ধর্ম
খোল করতাল শঙ্খধ্বনি
ভালোবেসে মহাপ্রভু দিয়ে গেছেন তাই আনন্দে থাকি।
(চলবে )



সংগ্রহ :- আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা