সাগরের আনন্দবিধায়িনী কতই না নদী আছে
কিন্তু তন্মধ্যে অধিক ভালোবাসা কজনাই দিতে পারে
পরাধীনতাই দুঃখমূল এবং স্বাধীনতাই সুখহেতু
সেই স্বাধীনতা পেতে গেলে ভালোবেসে বিদ্যাই হোক  একমাত্র গুরু
ভালোবেসে যে কর্ম করিলে অন্তরাত্মা প্রসন্ন হয়
জ্ঞান বিচারে তাহাই কর্তব্য বলে স্থির কয়
পড়পীড়নপরান্মুখ হইয়া বল্লীকস্তুপের ন্যায় ধর্মসঞ্চয় কর্তব্য
জ্ঞানকে ভাল না বাসিলে কেমনে আসিবে সে ধৈর্য্য
ধর্মই পরলোকের সহায়, পরলোকে ধর্মই সহায়
একমাত্র জ্ঞানের প্রতি ভালোবাসা দিতে পারে সে অভয়।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা