অভিমান ছাড়া ভালোবাসা না জমে
তাই অভিমান দিয়ে ভালোবাসা নিয়েছো কেড়ে
অভিমানী মন নিয়ে খেলা কর তুমি
আর আমিও ভালোবাসার লোভ ছাড়তে পারিনি
অভিমানী মন কত কথা বলে
তোমার ভালোবাসা পায় না বলে
অভিমানী মনকে তুমি কত ভালোবাসো
তাই ভালোবাসা না দিয়ে শুধু অভিমানে রাখ
ভালোবাসা না দিয়ে অভিমানী মন নিয়ে
শুধুই খেলা কর আমার সনে
অভিমানী মন তুমি ছাড়তে চাও না
তাই ভালোবাসা দেই দেই করে দেওয়া হয় না
যে মন ভালোবেসে তোমাকে চায় বার বার
সেই অভিমানী মন যে আমার
অভিমানী মনের খেলা বুঝতে না পারলে
তার ভালোবাসা হয় না এ জীবনে
অভিমানী মনকে তুমি ঘোরাও কতভাবে
বুঝতে হলে যে ভালোবাসতে হবে
তাই অভিমানী মন নিয়েই ছুটতে হবে
ভালোবাসা পাবার আশে
ভালোবাসতে চাইলে অভিমানী মন হাতে নাও আগে
ভালোবেসে অভিমানী যে জনা
ছুটতে ছুটতে তার জীবন হয় ফানা ফানা
ভালোবেসে অভিমান করতে পারো বলে
তোমায় আমার এত ভাল লাগে
যে দিন তোমার থাকবে না অভিমান
সেদিন তোমার আমার ভালোবাসা সমান সমান।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা