জ্ঞান আর যন্ত্রের সংমিশ্রণে ভালোবেসে তৈরী হয় দূরবীন
মানুষের দৃষ্টি ক্ষমতার চেয়েও যা অধিক ক্ষমতাধীন
জ্ঞানকে ভালোবেসে মানুষের আবিষ্কার অণুবীক্ষণ যন্ত্র
অথচ সাধারণ মানুষের চোখ যা দেখতে পায় না তা দেখাতে পারে ঐ যন্ত্রের মন্ত্র
হ্যাবল টেলিস্কোপ ভালোবেসে দেখাতে পারে সেই দৃশ্য
যা মানুষের দৃষ্টি আজও দেখতে অসামর্থ
অপটিক্যাল টেলিস্কোপ থেকে ইনফ্রারেড টেলিস্কোপ
আরও বেশি উজ্জ্বল দেখাতে তৈরী হয় যার রূপ
জ্ঞানের প্রতি ভালোবাসা এরপর দিবে যা
হয়তো তা লিখতে এই কলমের পরিবর্তে নতুন কলম খুঁজবে যা।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা