জ্ঞানকে ভাল না বাসলে ভেদাভেদের দেওয়াল একে অন্যকে কতটা পৃথক করে জানি না
তবে আমি আর আমার সত্তা যোজন যোজন দূরে একথা অস্বীকার করি না
জ্ঞানকে ভালোবেসে আত্মদীপ যে জ্বালাতে পারে
ভবের অন্ধকার তাকে গ্রাস না করে
চৈতন্যকে দেখে যদি চেতনা জাগে
জ্ঞানকে ভালোবাসতে ক্ষতি নেই তাতে
ব্রহ্মবিদ্যার পাঠ সহজ কথা নয়
বুঝতে হলে জ্ঞানকে ভালোবেসে প্রকৃতির মাঝেই থাকতে হয়
জ্ঞানকে ভালোবেসে আত্মতত্ত্বকথা যে না করে শ্রবণ
জীবন্মৃত সম তার জীবন করিবে গণন
জ্ঞানকে ভালোবেসে তত্ত্বকথা যদি শ্রবণ কর কর্ণে
বিষাদ না রবে আর অন্তর মাঝারে
জ্ঞানের উদয়ে বৈরাগ্যের উদয় হয়
তাই তুমি ভালোবেসে জ্ঞানকে কর আশ্রয়
ভেবে দেখ সূর্যেরও দিনাবসান আছে
তবে কেন ঈশ্বরকে ভালোবাসার কথা মনে আসে না জীবনাবসানের পূর্বে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা