রোগ ধরা পড়লেই তো আর রোগমুক্তি হয় না
ভালোবেসে সঠিক চিকিৎসা ছাড়া তার বৃদ্ধি ঠেকানো যায় না
জ্ঞান নিয়ে গঠনমূলক 'বিকল্প' ভাবনা যদি কারও থাকে
ভালোবেসে তুলে ধরলে তা সাদরে গ্রহণ হবে
নীরবতা কী সম্মতির লক্ষণ
না-কী আমি যে ভালোবাসার অযোগ্য তারই কথন
ঈশ্বরের জ্ঞান নামক পাওয়ার সেন্টার থেকে
ভালোবাসার প্রবাহ পাবে বিরামহীন ভাবে
ছেঁড়া ছাতায় মাথা ঢাকার চেষ্টায় যে ফল পাবে
তেমনি জ্ঞানকে ভাল না বাসলে শুধুই কঙ্কালসার দেহ রবে
ভালোবেসে গগনচুম্বি প্রত্যাশা মানুষকে এগিয়ে নিয়ে যাবে
অভাব পূরণে অসামর্থ্য হলে কিছু ধারণা চুরমার হবে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা।