যাহারা ভালোবেসে স্বার্থসাধনেই সতত উদ্যমশীল
তাহারা বৃথা জন্ম ধরে বৃথা জীবনধারী
ভালোবেসে প্রকৃত মরণই প্রকৃতি
আর জীবনইতো বিকৃতি
জ্ঞানকে যদি ভাল না বাসো
তবে ক্ষণমাত্রে সকর্ণ হইয়াও অকর্ণ, চক্ষুস্মান হইয়াও রবে অন্ধ
বাকশক্তিমান হইয়াও মূক, সচেতন হইয়াও অচেতন রবে
ভালোবেসে বিদ্বান হইলেও সুস্পষ্ট মূর্খ হইয়া পড়ে
প্রাণ যেরূপ সকল অঙ্গে থেকে স্থির থাকে
সেরূপ জ্ঞান প্রসিদ্ধ বাক্-রূপা দেবীর সাথে থাকে ভালোবেসে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা