বর্তমান বিশ্বের অসংখ্য মানুষ
জ্ঞানকে ভালোবেসে সমাজকে সমৃদ্ধ করে জুগিয়ে যাচ্ছে হুঁশ
যারা জ্ঞানকে ভালোবেসে নিতে ও দিতে প্রস্তুত
এমন মানুষই সমাজের কল্যাণ দূত
জ্ঞান ভালোবেসে সৃষ্টি করে,সৃষ্টিশীল কাজের প্রচার করে
তার প্রসার ও উৎসাহদাতার ভূমিকাও পালন করে
জ্ঞান-অন্বেষণে নারী পুরুষ প্রভেদ করা চলে না
তাই বিভেদ থাকলে জ্ঞানের প্রতি ভালোবাসা জন্মে না
যোগ্যতা ও শিক্ষা ছাড়াই ভুলে ভরা থাকে যে তথ্য
তাকে ভালোবাসলে ব্যক্তি, সমাজ বা দেশ তার ক্ষতি আটকানো অসাধ্য।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা