ভ্রমর তুমি বললে না গিয়ে
আমার ভালোবাসার কথা তার কাছে
প্রেমের জ্বালায় অঙ্গ আমার জ্বলে যায়
ভালোবেসে একথা আমায় কেউ না সুধায়

ভালোবেসে প্রেমের যত জ্বালা হয়েছে আমার মনে
তার দহনে দেহ মন সকল যায় জ্বলে
ভালোবেসে প্রেমের জ্বালা সইতে পারিনা আমি
তবুও মন প্রেম ছাড়তে হয় না রাজি
এখন আমার কী হবে উপায়
ভালোবেসে বলে দিয়ে মুক্ত করো সেই দায়।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা