প্রতিটি বর্ণ একটি করে খন্ড লৌহ
জ্ঞানাগ্নি দিয়ে ভালোবেসে তাকে কর দাহ
বিদ্যারূপ হাতুড়ির আঘাতে সেই গরম লৌহ দন্ড হবে বাঁকা
এবার ভালোবেসে চক্র কর যা শব্দরূপে পাবে দেখা
সেই প্রতিটি শব্দ চক্র জোড়া দিয়ে কর বাক্য নির্মাণ
যা ভালোবেসে সিঁড়ি তৈরিতে লাগবে প্রতিক্ষণ
শব্দ শৃঙ্খলে হবে বাক্য গঠন
আর সিঁড়ি গঠনে সেই বাক্য হবে প্রয়োজন
পর পর বাক্য গঠনে তৈরী হবে যে সিঁড়ি
ভালোবেসে ঝুলন্ত সিঁড়ি নামে আছে তার পরিচিতি
শুন্য থেকে ভালোবেসে আসে যে অক্ষর শব্দ
সেই শব্দ ভরেই পৌঁছে যাবে যা ছিল তোমার গন্তব্য
অনেকেই জানি, শব্দ ব্রহ্ম, এটা তো আমাদের মুখস্থ
ভালোবেসে মুখস্থ হয়েছে হয়তো ঠোঁটস্থও হয়েছে
কিন্তু অনুভূতি বা উপলব্ধিতে আসেনি
কারণ সিঁড়ি দিয়ে শুন্যে এখনও আরোহণ হয়নি
শব্দব্রহ্ম ভালোবেসে থাকে শুন্যে
তাকে ধরতে তোমার গন্তব্য হতে হবে সেইখানে
শব্দের শৃঙ্খলে ভালোবেসে বেঁধে নাও নিজেকে
আর শব্দ ব্রহ্মের তান্ডব লীলা দেখে যাও মানুষ জীবন পেয়ে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা