ভালোবেসে সারা জীবন ঘুরে মরি বনে জঙ্গলে
তবুও কেন মন ভরে না অভাব থাকে কিসে
ঘনঘোষিত রাত্রিকাল হলে উপস্থিত
তখন ভালোবেসে জ্ঞানের আলো পথ দেখাবে এটাই সঠিক
অন্ধকারে দীপ যেমন আলো দান করে
তেমনি জ্ঞানের আলো ভালোবেসে দেহঘর আলোকিত করে
পিতা-মাতা প্রদত্ত প্রাণটা যদি চলিয়া যায়
সন্তুষ্টচিত্তে জ্ঞানকে ভাল না বেসে জীবনটাই বৃথা কয়
স্বকর্মের ফল যদি পথের সম্বল হয়
তবে ভালোবেসে জ্ঞানকর্মে মন কেন বিমুখ রয়
অচিন দেশের অচিন পাখি বুঝে না সে কারিগরি
ভালোবেসে দেহ খাঁচায় জন্ম নিয়ে ছটফট করে না দিলে মুক্তি
মায়ার গুলি লাগে যদি কপালে
জ্ঞানের প্রতি ভালোবাসা হবে না তার এ জীবনে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা