দমের ঘড়ি দম দিয়ে বানিয়েছেন স্রষ্টা
আছে সেকেন্ড, মিনিট, ঘন্টার কাঁটা
লাল জলে ঘড়ির কাঁটা আছে বসে
হাওয়া পেলে সেই কাঁটা ঘুরতে থাকে
দমের খেলায় দেহ ঘড়ি কোন খেলা খেলে
স্রষ্টা ছাড়া সেই খেলা কেই বা জানে
সোলার প্যানেল আছে দেহ ঘর মাঝে
সৌরশক্তি ছাড়া সেই প্যানেল চার্জ না হবে
ঘড়ির ডায়ালখানা মাটি দিয়ে গড়া
চামড়া দিয়ে থাকে ঢাকা তাই যায় না দেখা
সেই ঘড়ির কাঁটায় দমই সম্বল
দয়ালের দমকে না চিনলে মুরশিদ চিনতে হবে ভুল
লাভ ডব লাভ ডব করে ঘড়ির কাঁটা চলে
আর ভালোবেসে কী যেন বলতে চাহে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা