অনলকণা অজ্ঞানত স্পৃষ্ট হইলেও দগ্ধ করে
তেমনি ভালোবেসে জ্ঞানের স্পর্শও মানুষকে মনুষত্ব দান করে
যোগ ব্যতীত জ্ঞান হয় না
তত্ত্বার্থশীলনই যোগ যা জ্ঞানের প্রতি ভালোবাসা ছাড়া জন্মায় না
যেমন বারুদ আর দেশলাই কাঠি
তেমনি ভালোবেসে জীব ও এই দেহরূপ গৃহের একমাত্র অধিপতি
ভিক্ষুকগণ ভিক্ষা করিতে গিয়া ভালোবেসে সম্মান পাইলে
যেরূপ সুখী ও আনন্দিত হইয়া থাকে
ভালোবেসে প্রচুর পবিত্র ভিক্ষা-দ্রব্য লাভেও
তাহারা তদ্রুপ না হইবে আনন্দিত।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা