অভিকর্ষ, মহাকাশ, মাধ্যাকর্ষণ
এক আকাশের তিন চাষের ফলন
পঞ্চভূতের পৃথিবী
তিন শক্তি হয় তার গতি
পাঁচ উপাদানে তৈরী জীবদেহ
তিন শক্তি সেই দেহ চালায় অবিরত
দেহে আছে চৌম্বক শক্তি
নর-নারীর আকর্ষণ সেই প্রমানের সাক্ষী
উর্দ্ধগামী, নিম্নগামী, সাম্যবস্থা
এই মস্তিস্ক ধরে এই তিন অবস্থা
জ্ঞানে জন্ম, অজ্ঞানে মৃত্যু
মৃত্যুঞ্জয়ী হবে তুমি যদি সেই জ্ঞান হয় মস্তিস্কপ্রসূত।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা