মুখে বলবি না, মনে জায়গা দিবি না
ইশারা দিয়ে ভালোবাসার ভান করবি না
ভালোবাসতে পারিনি বলে
তোর মন পাড়ায় ঠাঁই না মিলে
ভালোবাসতে না জানলে
আমার ঠাঁই হবে না কোনোকালে
ভালোবাসতে বাধা দিলি
অথচ মনটা ছিনিয়ে নিলি
ইশারায় ডেকে মুখে না বলে
ভালোবাসার ইঙ্গিত সে-তো তোমারই সাজে
আমাকে চুপ করে থাকতে বল
আর তোমার ভালোবাসার বিনে আমার মনটাকে বাইরে টেনে আন
তুমি চাইলে বল ভালোবাসা দিয়ে কী হবে
আর না চাইলে বল তুই ভালোবাসতে পারলি না এ জীবনে
ভালোবেসে সঙ্গে নিতে চাও
অথচ মুখের কথা বলতে না দাও
দু-জন দু-জনায় বৃষ্টি ভেজা দিনে
ভালোবাসতে পারবো কী এক সঙ্গে?


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা