ভালোবেসে অপেক্ষা করা ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব নয়
আবার অপেক্ষার কোনো বিকল্পও জ্ঞান গোচরে না হয়
শিক্ষা, দীক্ষা, সাধন-ভজন, তপস্যা, ত্যাগ বা তিতিক্ষা
ভালোবেসে অন্য নেই কোন রাস্তা একমাত্র চাই অপেক্ষা
তপস্যা মানে যে অপেক্ষা আবার অপেক্ষায় দেখা পাই তপস্যার
ভালোবেসে বুঝতে গেলে অপেক্ষাই করা চাই সার
আমি অপেক্ষা করতে করতে দেওয়ালে পিঠ না ঠেকলে
কোনদিনই ভালোবেসে জাগ্রত হব না কোনোকালে
এটা কী ক্ষয়ে যাওয়া না ভেঙে পড়া
নাকি অপেক্ষার অবসানে ভালোবেসে চাই মীমাংসা
'অপেক্ষা' নিয়ে ভালোবেসে 'অপেক্ষা' করতে পারাটা
সকল দ্বিধা দ্বন্দ্ব এড়িয়ে অপেক্ষাকেই সার বলে জানা
অপেক্ষার প্রহর গুণে ভালোবেসে সময় কাটে আমার
এমন কোনো বুদ্ধি আছে কী তাকে পাল্টাবার
অপেক্ষাকেই যদি জীবনের সার বলে জেনে থাকি
তবে ভালোবেসে অপেক্ষা করা ছাড়া আমার অন্য নেই কোনো গতি।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা