জ্ঞানকে ভালো না বাসিলে কলি এসে হবে উপস্থিত
সংসারে বিপদ তোমার নিশ্চিত
জ্ঞানকে ভালোবেসে মানবীয় তনু ত্যাগ করিতে পারে যে জন
যথাযোগ্য স্থানে প্রফুল্ল অন্তরে থাকে সেই জন
যাহার অন্তঃকরণ নির্দোষ
তাহার ভালোবাসায় থাকে না কোন দোষ
জ্ঞানদর্শী মনোরথ সিদ্ধ সেই জনা
জ্ঞানকে ভালোবেসে আত্মশুদ্ধির জন্য থাকে যার পরিকল্পনা
জ্ঞানের একমাত্র আধারস্বরূপ যিনি
ভালোবেসে জ্ঞানচেতাদিগের নিষ্ঠায় থাকেন তিনি
জ্ঞানকে ভাল না বেসে অনেকেই বলেন ধর্ম যত আছে সকলি গল্পগাথা
যিনি বলেন এই কথা তার জীবন যেন অন্তহীন মাঝে বাস্তবে গড়া
জ্ঞানকে ভাল না বেসে যার নিজের নেই ঠিক ঠিকানা
তিনি কী-না গড়েন ব্রম্হাণ্ডের গড়ন কথা।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা