আমি আজ মাদকাসক্ত
তার পেছনে কোন কারণ ছিল মুখ্য
একটি ক্লাসে অনেক ছাত্র ছাত্রী থাকে
কেউ উত্তম কেউ মধ্যম কেউ বা অধম
আমি তাদের সঙ্গেই সম্পর্ক করি
যে বন্ধুদের মন আমি পড়তে পারি
বন্ধুত্ব হয় সমানে সমানে
অসমান বন্ধুত্ব টিকতে না পারে
সবাই বলে বন্ধুদের পাল্লায় আমি নষ্ট হয়ে গেছি
আমার কারণে বন্ধু নষ্ট এই কথা না শুনি
মন্দের মাঝে খুঁজে পাই নিজেকে
এই কথা বোঝার কেউ কী আছে
বন্ধুর কারণে আমি নষ্ট
না আমার কারণে বন্ধু আসক্ত
এই বিচার করতে পারিনি
কারণ আমি যে জ্ঞানকে ভালোবাসতে পারিনি
ভুল কারণে পিতা মাতা খোঁটা দেয় বন্ধুকে
আর ভাল কাজ করলে তখন বন্ধু যায় হারিয়ে
সাফল্যের ভাগীদার পিতা মাতা, শিক্ষক শিক্ষিকা, পাড়া প্রতিবেশী
আর অসফল হলে তখন বন্ধুরা হয় দোষী
সফল হলে অংশ দাবি করে সকলে
আর ব্যর্থতার দায় শুধুই বইতে হয় আমার নিজেকে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা