ভালোবেসে চোখের খিদে থেকে পেট ভরানো ভাল
না-কী দেহের প্রয়োজনে পুষ্টিকর খাবার ভাল
ভালোবেসে চোখের খিদে মেটাতে দেহের যেমন ক্ষতি করি
তেমনি জীবাত্মাকে ভালোবেসে পরমকে দূরে রাখি
ভালোবাসা তুমি যে বলতে পারো আমার মনের কথা
তাইতো তোমার সাথে আমার এত সখ্যতা
জ্ঞানকে ভাল না বেসে যুদ্ধ তখনই অকারণ হয়
যখন দৈব প্রতিকূল রয়
জ্ঞানকে ভালোবেসে সময়কে সম্মান দিলে
সময় তোমাকে সেটাই ফিরিয়ে দিবে
জ্ঞানকে ভালোবাসো আর নাই বাসো
হিতে বিপরীতে সময়কে সঙ্গে নিয়ে চলো
সময়ই যে ভালোবাসার একমাত্র জ্ঞান
তাকে কেউ লঙ্ঘন করিতে পারে না যা তার মূলধন
কুপি, হ্যাজাক, হ্যারিকেন, লণ্ঠন, লম্ফ ভালোবেসে যা কিছু পাবে
সময় পাল্টে দিবে তা ইমার্জেন্সি, ইনভার্টার, সোলার পাম্প, জেনারেটরে
ঘরের বিদ্যুৎ চলে গেলে ভালোবেসে লণ্ঠন রেডি রাখতে হবে
আর দেহের বিদ্যুৎ চলে গেলে তার অভাব কিসে মিটবে?



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা