পথ চলতে ভূতলে যদি পদস্খলন  ঘটে  
তবে ভালোবেসে ভূমিকেই অবলম্বন করিতে হয় পথ চলতে
ভালোবেসে পার যদি বৈরাগ্য অর্জন করিতে
তবে সকল অজ্ঞান ধ্বংস হবে জ্ঞানাগ্নিতে
ভালোবেসে যৌবন যখন দেহে নিজাধিকার বিস্তার করে
জ্ঞান বিচারে দেখো তুমি তা কোন শক্তিবলে
জলসেকবশে জীবের শরীরে লাবণ্যের অঙ্কুরোদ্গম  ঘটে
আর জ্ঞানকে ভালোবেসে অন্তরে পবিত্রতা জন্মে
অন্যায় উপকারের আশা না করিয়া
ভালোবেসে অপরের হিতসাধনমানসে কর্ম যাও করিয়া।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা