জ্ঞানের প্রতি ভালোবাসা যদি না জন্মে আমার
তবে রুচি বিকৃতির সম্ভাবনা থেকে যায় বার বার
জ্ঞানকে ভাল না বেসে আমার মতো চোখ বন্ধ করা মানুষের সংখ্যা
ক্রমাগত কী বেড়েই চলেছে সব কিছু মেনে নিয়ে হয়ে গেছে গা সওয়া
সমাজের শুভবুদ্ধিসম্পন্ন চিন্তাশীল মানুষেরা
সিঁদুরে মেঘ দেখেন যদি না থাকে জ্ঞানের প্রতি ভালোবাসা
মানতে এতটুকু দ্বিধা নেই যদি থাকে অজ্ঞানের প্রতি ভালোবাসা
তবে স্বাবলম্বী নয় তোমাকে দুর্বল করাই তার আশা
অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে ভালোবেসে উন্নত পরিষেবা দেওয়া যায়
কিন্তু তার কুভাব  আমাদের মন ভেবে দেখতে রাজি নয়।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা