হাজার দুঃখের মাঝে তোমায় পেয়ে ভবে
ভালোবেসে সকল দুঃখ দিলে ভুলিয়ে
ভালোবেসে কত দুঃখ দিয়ে গড়েছো এ সংসার
সুখকে কেন্দ্র করে দুঃখ আবর্তিত হয় বারবার
শত দুঃখ নিয়ে আছি আমি মেতে
জ্ঞানকে ভাল না বেসে দুঃখ আরও চাই যে
হাজার দুঃখের মাঝে ভালোবাসতে পারি না আমি
এও এক দুঃখ যা বুকে ধরে আছি
দুঃখকে পার করে সুখের কেন্দ্রে যাবো ভাবি
ভালোবেসে আর এক দুঃখ এসে লন্ডভন্ড করে সেই পাগলামি
দুঃখ নিয়ে এসেছি ভবে দুঃখ দিয়ে জীবন গড়া
দুঃখকে ভালোবেসে সুখ হয় হাত ছাড়া
দুঃখ দেবার ক্ষমতা আছে তোমার
ভালোবাসার লোভে তাই দুঃখ পাই বারবার
দুঃখের সাথে ঘর করে দুঃখকে নিয়েছি আপন করে
তাই দুঃখ দিয়েই ভালোবেসে মাতিয়ে রাখি মনকে
কত দুঃখ দিয়ে ভুলিয়ে রেখেছি মনকে
তবুও ভালোবেসে সেই মন আরও দুঃখ চায় যে
উপায় না পেয়ে দুঃখ যখন  ভালোবেসে দুঃখ করে আমার কাছে
তাই দেখে সুখ বলে তুমি আমায় কেন দুঃখ দিলে
জোয়ার ভাটায় নদীর স্রোত খেলা করে
সুখ দুঃখ নিয়ে ভালোবেসে জীবন স্রোত এগিয়ে চলে
সুখ দুঃখ যেখানে আত্মীয় অনাত্মীয় রূপে
সংসারে ভালোবেসে মিলে মিশে থাকে
দুঃখকে করেছি আপন সুখকে করেছি পর
তাই আমার ভালোবাসায় আছে ডর
ছল করে অসত্য বাক্য বলি তাই দুঃখ বাড়ে
তবুও ছলের ভালোবাসা ছাড়তে মন না পারে
অজ্ঞান নষ্ট হলে যদি দুঃখ দূরে যায়
সেই ভয়ে সুখকে ভালোবাসতে ভয় হয়
সুখের ঘরে দুঃখের বাসা দুঃখ দিয়ে জীবন গড়া
ভালোবেসে সুখের লোভে দুঃখ নিয়ে ঘর করা
ভরা নদীর বাঁকে জীবন চলে এঁকে বেঁকে
ভালোবেসে সুখ দুঃখের কথা শুনতে চায় কে
জীবন খাতার সাদা পাতায় রঙিন ছবি এঁকে দিয়ে
সুখকে ভুলিয়ে দুঃখকে দিলে রাঙিয়ে


সংগ্রহ :- আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা