মনের ক্যানভাসে ভালোবেসে যে ছবি আঁকো তুমি
কোন তুলিতে জীবন্ত হয় সে ছবি
মনের মাধুরী মেশানো রঙে যে ছবি আঁকা থাকে
ভুবন জোড়া খ্যাতি তার সকলেই জানে
কতরূপ কত বৈভব ধরা আছে তুলির আঁচড়ে
দৃশ্যমান সে ছবি ভালোবেসে দেখি আমি নয়ন ভরে
তোমার যত সৃষ্টি ভালোবেসে করে খেলা
বুঝতে চাইলে মায়া হয় প্রধান বাধা
সৃষ্টির এত রূপ কেমন করে ধরো তুমি
ভালোবেসে আমাকে কী দেখাবে কী সেই রূপখানি
ভালোবেসে কত শক্তি ধরো তুমি রূপের খেলায়
এই ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবের তা মাথায় না কুলায়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা