শ্রমিকের হাতে ভালোবেসে উঠেছে কলম
ফুল নয় তার ঘামের প্রয়োজন
রক্ত থেকে ঘাম ঝরিয়ে তৈরী লবন সমুদ্র
সেই জলে স্নান করে কেটে যায় দিনের অধিকাংশ
শক্ত হাতুড়ির বজ্র বাঁধন ধরে রাখে তার দেহ
ভালোবেসে পুষ্পের স্পর্শ তার কাছে বিলাসিতা মাত্র
অভাবী দুস্থ শ্রমিকের কথা লিখে কতজনায় পায় হাততালি
তাতে ভালোবেসে থাকে না শ্রমিকের ভাগ্য বদলানোর চাবিকাঠি
হাতুড়ির শক্ত হাতে ভালোবেসে ধরে যদি কালির কলম
সেই কলমে ঝরবে ঘাম তাতে ভিজবে বসন।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা