ভালোবাসা না থেকে যদি সন্দেহ থাকে মনে
তবে পোষা পাখির মত আচরণ পাওয়া না যাবে
ভাল না বেসে রেগে গিয়ে আঘাত করলে শরীরে
আর সেই ব্যথা ভালোবেসে বাজে আমার অন্তরে
যদি তোমার জ্ঞানের প্রতি ভালোবাসা না জন্মে
তবে অজ্ঞান অন্ধকার পূর্ণিমাকে অমাবস্যা বানানোর অদ্ভুত ক্ষমতা রাখে
আমরা নিচে এক ঝলক দেখে নিতে পারি
জ্ঞানকে ভাল না বাসার পরিণামে  তার কী হয় গতি
ছেলে বাবাকে বলে, বাবা আমি কবি হবো
মা বলছে, ছেলেটা এত করে ধরেছে তুমি আর বাঁধা দিও না
বাবা বলছে, ঠিকাছে তোমরা যখন এত করে বলছো কত দিতে হবে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা