শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ
ভালোবেসে মিলেমিশে থাকে নেই কোনো দ্বন্দ্ব
জ্ঞান ভালোবাসে এই বিশ্ব ব্রম্হান্ড
অথচ তার সাথে আমার নেই কোনো সম্বন্ধ
ভালোবেসে জ্ঞানের অর্থ যে নিরুপণ করতে পারে
অর্থের অনর্থ তার ক্ষতি না করে
জ্ঞানকে ভালোবেসে তার অর্থ নিয়ে যার আছে মাথাব্যথা
কোন ভাবনাই নাড়াচাড়া দিয়ে তাকে টলাতে পারে না
জ্ঞানকে ভাল না বেসে ইহকালে পাবে দুঃখ
আর অন্তে নিরয়গামী আটকায় কার সাধ্য
বিদ্যুৎ অপেক্ষাও শীঘ্রগতি যে মন
জ্ঞানের প্রতি ভালোবাসা সেই মনের গতি করতে পারে আকর্ষণ
জ্ঞানের গতি
ভালোবেসে নির্ধারণ করতে পারে আছে কী এমন শক্তি।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা