সৃজনকর্তা, সৃষ্ট বস্তু, পালনকর্তা এবং পালনীয় যিনি
ভালোবেসে এসকলই জ্ঞানের কারসাজি শুনি
জ্ঞান অজ্ঞানজীবদিগকেও মুক্তিদান করে
তবুও ভালোবেসে তার কথা আসে না মনে
এই চতুর্দিকে বিস্তৃত যে অন্ধকার
তার বিনাশের জন্য জ্ঞানের প্রতি ভালোবাসা দরকার
দীপ এবং সূর্যকিরণাদি-রূপ মহৌষধ বাহিরের অন্ধকার দূর করে
কিন্তু আধিপত্য তমোবিনাশের জন্য জ্ঞানের প্রতি ভালোবাসা লাগে
আধিপত্যমদমোহিত ব্যক্তির ভালোবেসে হিতকথা স্পর্শ করে না
তেমনি বিরুদ্ধচিত্ত দুর্জনের তীর্থস্নানে নির্মল বুদ্ধি আসে না।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা